ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

ড্যাফোডিল ইউনিভার্সিটির সঙ্গে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৮, ২৬ নভেম্বর ২০১৮ | আপডেট: ২০:০৩, ২৭ নভেম্বর ২০১৮

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে একটি সমঝোতা চুক্তি গত ২২ নভেম্বর ধানমিন্ডর চিলিস একটি হোটেলে স্বাক্ষরিত হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার মো. হামিদুল হক খান  এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর  ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালালুল আজিম তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম ইসলাম, উপ-উপাচার্য  প্রফেসর ড. এস এম মাহাবুব-উল হক মজুমদার, পরিচালক (অর্থ ও হিসাব) মমিনুল হক মজুমদার, পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ইমরান হোসেন, পরিচালক (আন্তর্জাতিক) প্রফেসর ড. মো. ফখরে হোসেন, লাইব্রেরীয়ান মিলন খান,পরিচালক (স্টুডেন্ট এফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমান, যুগ্ম পরিচালক ( হিসাব ও অর্থ), যুগ্ম পরিচালক ( পরিকল্পনা ও উন্নয়ন) এবং যুগ্ম পরিচালক (আইটি) নাদির বিন আলীসহ  ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি