ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

প্রিয়শপ ডট কমে পাওয়া যাবে ভিশন ইলেকট্রনিকস’র পণ্য 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৫, ২৯ নভেম্বর ২০১৮

দেশের অন্যতম ই-কমার্স সাইট প্রিয়শপ ডট কম থেকে ভিশন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের ইলেকট্রকিস পণ্য কিনতে পারবেন ক্রেতারা। এ লক্ষ্যে প্রিয়শপ ডট কম ও ভিশন ইলেকট্রনিকস এর মধ্যে একটি চুক্তি সই হয়েছে।  

বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় আরএফএল এর প্রধান কার্যালয়ে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল এবং প্রিয়শপ ডট কম এর ব্যবস্থাপনা পরিচালক আশিকুল আলম খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরএন পাল বলেন, “অনলাইনে কেনাকাটা ক্রেতাদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। আমরা চাই, অনলাইনের মাধ্যমে ক্রেতারা যেন ঘরে বসে দ্রুত সময়ের মধ্যে ভিশনের পণ্যগুলি পেতে পারে। সে লক্ষ্যে আমরা প্রিয়শপের সাথে এ চুক্তি করেছি।”

ভিশন ইলেকট্রনিক্স এর হেড অব অপারেশন নুর আলম, মাহাবুবুর রহমান ও রাশেদুজ্জামান এবং সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মোহিত চক্রবর্তীসহ প্রতিষ্ঠান দুটির উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি