ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়ার অর্থের দেড় কোটি ডলার পাওয়া যাবে

প্রকাশিত : ১৯:২৮, ২০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫৯, ৫ এপ্রিল ২০১৭

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়ার অর্থের মধ্যে দেড় কোটি ডলার দু’-একদিনের মধ্যে হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অন্যদিকে, রিজার্ভের অর্থ চুরির ঘটনায় রিজাল কমার্শিয়াল ব্যাংকের আরো কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনতে যাচ্ছে ফিলিপাইনের এন্টি মানি লন্ডারিং কমিটি। আর ভুয়া লেনদেন শনাক্ত করতে আরো কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে সুইফট। অবশেষে হাতে আসছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থের একাংশ। <ংঃৎড়হম>মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার ম্যানিলার আদালত ফিলিপাইনে উদ্ধার হওয়া রিজার্ভের দেড় কোটি ডলার বাংলাদেশকে দ্রুত ফেরত দেয়ার নির্দেশ দেয়। এদিকে, রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের আরো কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুই সপ্তাহের মধ্যে অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন দেশটির এন্টি মানি লন্ডারিং কমিটির ডেপুটি ডিরেক্টর ভিনসেন্ট এল. সালিদো। তিনি জানিয়েছেন, ওই কর্মকর্তাদের কাছে ৫ কোটি ডলারের সন্ধান পাওয়া যেতে পারে। তবে, ফিলিপাইনের গণমাধ্যমগুলো বলছে, ঠিক কতজনের বিরুদ্ধে অভিযোগ আনা হবে সেব্যাপারে কিছু জানাননি সালিদো। অন্যদিকে, অনলাইনে ব্যাংকিং লেনদেন আরো নিরাপদ করতে প্রতিদিনের রিপোর্ট গ্রাহকদের কাছে পাঠানোসহ আরো কিছু পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে সুইফট। ডিসেম্বর থেকে এ’সব নতুন নিয়ম চালু হবে বলে জানানো হয়েছে। গত ফেব্র“য়ারিতে ভুয়া বার্তা পাঠিয়ে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় হ্যাকাররা। পরে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে উত্তোলন করে জুয়ার আসরে নিয়ে রেকর্ড পরিমাণ ওই অর্থ সরিয়ে ফেলা হয়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি