ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আইবিবিএল এর উদ্যোগে বিজয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ১৮ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)-এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মাহবুব উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান, পরচিালক প্রফেসর ডা. কাজী শহীদুল আলম, হেলাল আহমদ চৌধুরী, মোহাম্মদ হুমায়ুন কবির, এফসিএ, মো. জয়নাল আবেদীন, সৈয়দ আবু আসাদ ও মো. কামরুল হাসান এবং ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, তাহের আহমদ চৌধুরী ও হাসনে আলমসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।          

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি