ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর নাটোর শাখার উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৮, ২৪ ডিসেম্বর ২০১৮

নাটোর জেলায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের নাটোর শাখা (২৩ ডিসেম্বর) কার্যক্রম শুরু করেছে।   

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবাব সিরাজ উদ-দৌলা কলেজের প্রাক্তন অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস, ব্যাংকের এসভিপি মো. আব্দুল মোত্তালেব এবং এসআইবিএল নাটোর শাখার ব্যবস্থাপক আব্দুল কুদ্দুসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

নাটোর জেলার ব্যবসা-বাণিজ্য প্রসারে এবং আর্থ-সামাজিক উন্নয়নে সোশ্যাল ইসলামী ব্যাংকের এই শাখাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন। 

কেআই/এসি   

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি