ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের এজিএম অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৫, ১ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার বাগেরহাটের ফকিরহাটস্থ কাটাখালী মোড়ে লখপুর গ্রুপের করপোরেট অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেনের সভাপতিত্বে এসভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের পরিচালক মো. আমজাদ হোসেনসহ কোম্পানির শেয়ারহোল্ডাররা। এজিএমে ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালকদের পুনর্নিয়োগ ও নিরীক্ষক নিয়োগ সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়। সভায় চেয়ারম্যান জানান, কোম্পানির উৎপাদন বন্ধ থাকায় লভ্যাংশ দেওয়া সম্ভব হয়নি, তবে গত ২৯ নভেম্বর উৎপাদন শুরু হওয়ায় আগামী বছরে ভাল লভ্যাংশ দিতে পারবেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি