ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

রিজেন্ট এয়ারওয়েজ থেকে বিশেষ ছাড় পাবেন রবি’র গ্রাহকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩২, ৮ জানুয়ারি ২০১৯

স্থানীয় ও আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে রিজেন্ট এয়ারওয়েজ’র মূল ভাড়ার ওপর ১২শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন রবি’র সম্মানিত গ্রাহকরা। ধন্যবাদ প্রোগ্রামের আওতায় অফারটি এনেছে অপারেটরটি।        

রিজেন্ট এয়ারওয়েজ’র সকল সেলস সেন্টার থেকে টিকেট কেনার ক্ষেত্রে এ অফার প্রযোজ্য হবে। এছাড়া রবি রোমিং সেবার ওপর বিশেষ অফার গ্রহণের জন্য একটি সৌজন্য কুপন পাবেন গ্রাহকরা।

এ উপলক্ষ্যে সম্প্রতি রাজধানীর রবি কর্পোরেট অফিসে রবি’র কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস’র (সিএলএম অ্যান্ড আইবি) ভাইস প্রেসিডেন্ট বিপ্লব মজুমদার এবং রিজেন্ট এয়ারওয়েজ’র চিফ কমার্সিয়াল অফিসার (সিসিও) হানিফ জাকারিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

এ সময় রবি’র সিএলএম অ্যান্ড আইবি’র ভাইস প্রেসিডেন্ট রফিকুল হক, আইবি’র জেনারেল ম্যানেজার মানিক লাল দাস, লয়েলটি অ্যান্ড উইনব্যাক’র ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার ও আহমেদ ইউ চৌধূরী এবং রিজেন্ট এয়ারওয়েজ’র ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড সেলস সোহেল মজিদ, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং অ্যাসিস্টেন্ট ম্যানেজার সামিরা করিম উপস্থিত ছিলেন। 

এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি