ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

‘স্মার্টফোন ও ট্যাব মেলা’য় হুয়াওয়ের ৪০% পর্যন্ত ছাড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৩, ১০ জানুয়ারি ২০১৯

চলতি ‘স্মার্টফোন ও ট্যাব মেলা-২০১৯’ এ আকর্ষণীয় অফারের ঘোষণা দিয়েছে হুয়াওয়ে বাংলাদেশ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান তিন দিনব্যাপী এই মেলায় হুয়াওয়ে তাদের বিভিন্ন মডেলের স্মার্টফোন ও অ্যাক্সেসরিজে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে। 

এসব অফারের মধ্যে রয়েছে স্মার্টফোনে আকর্ষণীয় উপহারসহ ২০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়। এছাড়া হুয়াওয়ের ট্যাব ও অ্যাক্সেসরিজে আইটেমগুলোতে (এয়ারফোন, ব্লুটুথ হেডসেট, কুইক চার্জার, ওটিজি ক্যাবল, সেলফি স্টিক, স্মার্ট স্কেল) ৪০ শতাংশ পর্যন্ত ছাড়। পাশাপাশি মেলায় হুয়াওয়ের পাওয়ার ব্যাংক এবং কালার ব্যান্ড এ-টু ও বি-টু’তে দেওয়া হবে ছাড়।

মেলায় গ্রাহকরা হুয়াওয়ে নোভা থ্রিই ২৭,৯৯০ টাকার পরিবর্তে কিনতে পারবেন ২২,৫০০ টাকায়। হুয়াওয়ে নোভা থ্রিআই আকর্ষণীয় গিফট বক্সসহ ২৫,৫০০ টাকায় কিনতে পাওয়া যাবে। হুয়াওয়ে নোভা থ্রিআই এর বাজারমূল্য ২৬,৯৯০ টাকা।
বর্তমান সময়ের জনপ্রিয় স্মার্টফোন হুয়াওয়ে মেট-২০ প্রো কিনতে পাওয়া যাবে ৮৯,৯৯০ টাকায়। এর সঙ্গে পাওয়া যাবে আকর্ষণীয় গিফট। এছাড়া গ্রাহকরা হুয়াওয়ে মেটবুক এক্স ছাড়ে কিনতে পারবেন ১,১০,০০০ টাকায়।

পাশাপাশি, গ্রাহকরা হুয়াওয়ের জনপ্রিয় ট্যাব টিথ্রি সাত ইঞ্চি (১+৮ জিবি) কিনতে পারবেন সর্বনিম্ন দাম ৮,৯৯০ টাকায়। হুয়াওয়ে মিডিয়া প্যাড টিথ্রি দশ ইঞ্চি ১৯,৪৯০ টাকার পরিবর্তে পাওয়া যাবে ১৭,৯৯০ টাকায়। হুয়াওয়ে কালার ব্যান্ড এ-টু ১৫ শতাংশ ছাড়ে পাওয়া যাবে ২,১৯০ টাকায় এবং কালার ব্যান্ড বি-টু ১৫ শতাংশ ছাড়ে পাওয়া যাবে ২,৯৫০ টাকায়।

মেলায় গ্রাহকদের জন্য প্রতিদিন র্যাফেল ড্র’য়ের ব্যবস্থা করবে হুয়াওয়ে। এতে গ্রাহকরা ব্লু টুথ স্পিকার, হেডফোন, বিপিএল টিকেটসহ পাবেন বিভিন্ন আকর্ষণীয় উপহার।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি