ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

সূচক ও লেনদেন কমেছে পুঁজিবাজারে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ১৬ জানুয়ারি ২০১৯

সূচক ও লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৮৫টির, আর ৩৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৮৩৯ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ১ হাজার কোটি ৫২ লাখ টাকা।

সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৭১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৫৩টির, আর ২৮টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৩৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।      

এসি    
  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি