ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বাংলাদেশ ১ ধাপ এগিয়েছে বৈশ্বিক সক্ষমতায়

প্রকাশিত : ১৬:০৫, ২৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৫৩, ২৮ মার্চ ২০১৭

বৈশ্বিক সক্ষমতায় বাংলাদেশ ১ ধাপ এগিয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি। বৈশ্বিক সক্ষমতা বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরে সিডিপি। বৈশ্বিক সক্ষমতায়  বাংলাদেশের অবস্থান ১০৬। যা গতবছর ছিল ১০৭। সিপিডির অতিরিক্ত গবেষনা পরিচালক গোলাম মোয়াজ্জেম বলেন, র‌্যাংকিংয়ে বাংলাদেশের পরিবর্তন ইতিবাচক হলেও আরো ভালো করার সুযোগ আছে। বাংলাদেশ উন্নতি করলেও তুলনামূলক বিচারে অন্য দেশের তুলনায় অনেক পিছিয়ে। উন্নতির ক্ষেত্রে দূর্নীতি এখনও বড় বাধা বলেও জানানো হয়। র‌্যংকিংয়ে শীর্ষ দশে কোন পরিবর্তন না হলেও দক্ষিন এশিয়ায় মধ্যে ১৬ ধাপ এগিয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে ভারত।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি