ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

প্রাইম ব্যাংক এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর মধ্যে চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১০, ২১ জানুয়ারি ২০১৯

প্রাইম ব্যাংক এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।     

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ-এর উপস্থিতিতে প্রাইম ব্যাংকের কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান এএনএম মাহফুজ এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর জেনারেল ম্যানেজার জেমস পি, ম্যাকডোনাল্ড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর ও হস্তান্তর করেন।

এসময় ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর ডিরেক্টর-মার্কেটিং এন্ড বিজনেস প্রমোশন মো: সাহিদুস সাদেক সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রাইম ব্যাংক দেশের প্রথম ব্যাংক হিসেবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর সাথে এধরনের চুক্তি করেছে। এই চুক্তির ফলে প্রাইম ব্যাংকের প্লাটিনাম, ওয়ার্ল্ড মাস্টারকার্ড ব্যবহারকারী এবং মোনার্ক গ্রাহকবৃন্দ বুফে লাঞ্চ ও বুফে ডিনারে একটি কিনলে একটি ফ্রি’ সুবিধা পাবেন।

এসি

   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি