ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৩, ২১ জানুয়ারি ২০১৯

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি লিড ব্যাংক হিসেবে গাজীপুরে বিভিন্ন ব্যাংকের সম্মিলিত আয়োজনে “স্কুল ব্যাংকিং কন্ফারেন্স ২০১৯” আয়োজন করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, জেলা প্রশাসক, গাজীপুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোহাম্মদ আবুল হাসেম, ডেপুটি জেনারেল ম্যানেজার, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক।

গাজীপুরের ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৬৫০ শিক্ষার্থীসহ শিক্ষকবৃন্দ ছাড়াও কন্ফারেন্স-এ আরও উপস্থিত ছিলেন- হাবিবুল বাশার সুমন, সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয ক্রিকেট দল, এমটিবি’র তারেক রিয়াজ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালকব, খন্দকার রহিমুজ্জামান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, তৌফিকুল আলম চৌধুরী, হেড অব রিটেইল বিজনেস, আজম খান, গ্রুপ চিফ কমিউনিকেশন্স অফিসার, নাফিসা চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট, রিটেইল ব্যাংকিং এবং মোহাম্মদ এরশাদ উল্লাহ, শাখা ব্যবস্থাপক, গাজীপুর ব্রাঞ্চসহ বাংলাদেশ ব্যাংক, এমটিবি এবং গাজীপুরের বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের ব্যাংকিং সম্পর্কে সাধারন ধারনা ছাড়াও সঞ্চয় করার প্রয়োজনীয়তা সম্পর্কে উপদেশমূলক বক্তব্য প্রদান করা হয়।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি