ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

শ্রমিকদের চক্ষুসেবা নিশ্চিতে কাজ করছে প্যাসিফিক জিন্স

প্রকাশিত : ১০:৫৯, ৩০ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১১:২৪, ৩০ জানুয়ারি ২০১৯

নিজেদের কারখানায় কর্মরত পোশাক শ্রমিকদের চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ শুরু করেছে প্যাসিফিক জিন্স গ্রুপ। চিকিৎসাসংক্রান্ত এই পুরো কার্যক্রমটি সমন্বয় করবে অস্ট্রেলিয়াভিত্তিক এনজিও দ্য ফ্রেড হলোস ফাউন্ডেশন।

মঙ্গলবার চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত প্যাসিফিক জিন্স গ্রুপের করপোরেট অফিসের হলরুমে এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

প্যাসিফিক জিন্সের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর ও ফ্রেড হলোস ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার ড. জেরিন খায়ের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্যাসিফিক জিন্সের জিএম নূরুল হুদা, ডিজিএম (সাসটেইনেবিলিটি) আনোয়ারুল ইসলাম প্রমুখ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি