ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গ্লোবাল উদ্যোক্তা পুরস্কার পেলেন ড. মাহবুব আলী

প্রকাশিত : ২০:৪২, ৫ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের বেঙ্গালোরে অনুষ্ঠিত ১ম গ্লোবাল উদ্যোক্তা গ্রিডে সম্প্রতি বাংলাদেশের উদ্যোক্তা শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলীকে পুরস্কার প্রদান করা হয়। ঢাকা স্কুল অব ইকনোমিকসে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এন্টারপ্রাইজ ডেভলোপমেন্ট এবং মাস্টার্স ইন ইকনোমিকস (উদ্যোক্তা অর্থনীতি) চালুর ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য প্রাপ্ত পুরস্কার প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী গ্রহণ করছেন।

এ সময় উপস্থিত ছিলেন- গ্লোবাল উদ্যোক্তা গ্রিডের চেয়ারম্যান প্রফেসর ভোলানাথ দত্ত। বাংলাদেশে উদ্যোক্তা শিক্ষা সম্প্রসারণের জন্য একাধিক বই, দেশি-বিদেশি জার্নালসমূহে লেখা ছাড়াও বর্তমান সরকারের গৃহীত প্রকল্প বাস্তবায়নে প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী কাজ করে চলছেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি