ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লোকসানের মুখে ঠাকুরগাঁও চিনিকল (ভিডিও)

প্রকাশিত : ১০:১৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:০৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

লোকসানের মুখে ঠাকুরগাঁও চিনিকল। আখ সরবরাহের পর টাকা না পেয়ে দিশেহারা চাষীরা। গেল দু’মাসে আখ চাষীদের পাওনা প্রায় ১০ কোটি টাকা। মিলচত্বরে প্রতিনিয়ত বিক্ষোভ করছেন তারা। কর্তৃপক্ষ বলছে, দ্রুত সময়ের মধ্যে কৃষকের পাওনা পরিশোধের অনুরোধ জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও সুগার মিলের ৭টি সাব জোনের ২১ টি কেন্দ্রে আখ বিক্রি করেন প্রায় ৮ হাজার চাষী । প্রায় দু’মাস ধরে আখের মূল্য পাচ্ছেন না তারা। বকেয়া দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১০ কোটি টাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, গেল মৌসুম থেকে লোকসানে রয়েছে এ চিনিকল। এবার এক লাখ ৩ হাজার মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে আখ মাড়াই হয়েছে মাত্র সাড়ে ৮৪ হাজার মেট্রিক টন । এছাড়া উৎপাদিত চিনির মধ্যে মিলে অবিক্রিত পড়ে আছে ৪ হাজার ৪শ ১৮ মেট্রিক টন।

ইক্ষু চাষী সমিতির নেতারা জানান, ঠাকুরগাঁওয়ে ৫ হাজার আখচাষী এবং ব্যবসায়ি, কুলি, মজুরসহ ৮০ হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চিনিকলের সাথে জড়িত। পাওনা পরিশোধের দাবিতে প্রায়ই বিক্ষোভ করছেন তারা।

অপরদিকে, প্রায় ৬ মাস থেকে বেতন-ভাতাও বন্ধ রয়েছে চিনি কল শ্রমিক-কর্মচারীদের।

জেলা প্রশাসন বলছে, ঠাকুরগাঁও চিনিকলের অধীনে আখ ক্রয়ের ১০ কোটি টাকা বকেয়া পরিশোধে জন্য সরকারের কাছে চিঠি দেয়া হয়েছে।

আখের মূল্য পরিশোধে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি ভুক্তভোগি চাষীদের।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি