ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ট্রেড লাইসেন্স দিতে পারবে বেজা

প্রকাশিত : ২১:৫৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স নিতে এখন থেকে আর ইউনিয়ন পরিষদে যেতে হবে বিনিয়োগকারীদের। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষই (বেজা) এখন থেকে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের ট্রেড লাইসেন্স দিতে পারবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অর্থনৈতিক অঞ্চলে ও সেখানকার বিনিয়োগকারীদের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ট্রেড লাইসেন্স সংক্রান্ত ধারা থেকে অব্যাহতি দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

১১ ফেব্রুয়ারির তারিখ দিয়ে প্রজ্ঞাপনটি জারি করা হয়। এতে আরও বলা হয়েছে, বেজা বিনিয়োগকারীদের কাছ থেকে নির্ধারিত ফি বা মাশুল নিয়ে তাদের ট্রেড লাইসেন্স দেবে। ফলে ইউনিয়ন পরিষদে দেওয়ার ক্ষমতা হারালেও তাদের আয় কমবে না। বেজা সূত্র জানিয়েছে, ভোগান্তি কমাতে সরকার এ উদ্যোগ নিয়েছে।

সরকার ২০৩০ সাল নাগাদ দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। ইতোমধ্যে সরকারি খাতে তিনটি অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ শুরু হয়েছে। বেসরকারি খাতে ২০ অর্থনৈতিক অঞ্চলেকে প্রাক-যোগ্যতার লাইসেন্স দেওয়া হয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি