ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাহরিয়ার স্টিলের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি স্বাক্ষর

প্রকাশিত : ২২:০৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ২২:১৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের (এসএসআরএম) সঙ্গে একটি এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

বাংলাদেশের অন্যতম শীর্ষ স্টিল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসএসআরএম, ব্র্যাক ব্যাংকের একজন কর্পোরেট গ্রাহক। এ চুক্তির আওতায়, এসএসআরএমের কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের এক্সক্লুসিভ এমপ্লয়ি ব্যাংকিং সেবা সুবিধা উপভোগ করবেন।

১১ ফেব্রুয়ারি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসকে মাসুদুল আলম মাসুদ, সিএফও ও কোম্পানি সেক্রেটারি আজিম বিন সাদিক এবং ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম উপস্থিত ছিলেন।

এছাড়া ব্র্যাক ব্যাংকের ঢাকা সেন্ট্রাল ও সাউথ-ইস্ট রিজিওনের রিজিওনাল প্রধান এ.কে.এম.তারেক, এমপ্লয়ি ব্যাংকিং বিভাগের প্রধান খন্দকার এমদাদুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি