ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

কর্পোরেট অফিসে রবি সেবা সেন্টার

প্রকাশিত : ০০:০১, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

রবি কর্পোরেট অফিসের নিচ তলায় একটি ‘রবি সেবা সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ সম্প্রতি রাজধানীর গুলশান-১’এ রবি সেবা সেন্টার চালু করেন।

এই সেন্টারে রবি’র ডিজিটাল অত্যাধুনিক উদ্ভাবনী পরিবেশে গ্রাহক সেবা সম্পর্কিত সকল তথ্য এবং পণ্য বা সেবা বিক্রি ও বিক্রি পরবর্তী সেবা পাবেন গ্রাহকরা।

এ সময় রবি’র চিফ কমার্শিয়াল অফিসার প্রদীপ শ্রীবাস্তব, চিফ ফিন্যান্সিয়াল অফিসার রনি তোহমে, চিফ টেকনোলজি অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন অফিসার মেধাত আল-হুসেইনি, চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদ, হেড অব কর্পোরেট স্ট্র্যাটেজি রুহুল আমিন, হেড অব ইনফরমেশন টেকনোলজি আসিফ নাইমুর রশিদ, হেড অব হিউম্যান রিসোর্সেস মো: ফয়সাল ইমতিয়াজ খান এবং কাস্টমার এক্সপেরিয়েন্স’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সার্জিল সারোয়ার উপস্থিত ছিলেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি