ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

খুলনায় এসবিএসি ব্যাংকের নারী দিবস উদযাপন

প্রকাশিত : ১৭:৪৬, ৮ মার্চ ২০১৯

আন্তর্জাতিক নারী দিবসে নারী উদ্যোক্তা সম্মাননা দিয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক। এ উপলক্ষে ব্যাংকের খুলনা শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের পরিচালক বেগম সুফিয়া আমজাদ কেক কাটেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালক মোহাম্মদ নাওয়াজ, স্বতন্ত্র পরিচালক ড. সৈয়দ হাফিজুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী ও মো. মামুনুর রশিদ মোল্লা, খুলনা অঞ্চলের প্রধান ও এসভিপি এস. এম. ইকবাল মেহেদী, কোম্পানি সেক্রেটারি মো. মোকাদ্দেস আলী, কার্ড বিভাগের প্রধান মোহাম্মদ শফিউল আজম, নারী উদ্যোক্তা মোসা. হালিমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি