ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

পদ্মা ব্যাংক তারাকান্দা শাখার আন্তর্জাতিক নারী দিবস পালন

প্রকাশিত : ০৮:৪৬, ১১ মার্চ ২০১৯

পদ্মা ব্যাংক লিমিটেড ময়মনসিংহের তারাকান্দা শাখায় আন্তর্জাতিক নারী দিবস পালন করেছেন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা।

৮ই মার্চ শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস হলেও সেদিন ব্যাংক বন্ধ থাকায় সপ্তাহের প্রথম কর্মদিবসে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে ময়মনসিংহ বিভাগীয় নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরামের প্রেসিডেন্ট ও জয়িতা এবং যুব পুরস্কার প্রাপ্ত নারী উদ্যোক্তা আইনুন নাহার, সাধারণ সম্পাদক মমতাজ হাই শোভা, নারী উদ্যোক্তা সূচি মাসুমা সূচি, সিনিয়র শিক্ষিকা কামরুন নাহার স্মৃতি, নারী উদ্যোক্তা ও কারা প্রশিক্ষক পারভীন আক্তারসহ আরো অনেক প্রতিষ্ঠিত নারী বক্তব্য রাখেন।

তাদের জীবনে সফলতার গল্প শোনান। পরে তারাকান্দা পদ্মা ব্যাংকের শাখা প্রধান এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক সেলিমা বেগম তার প্রতিষ্ঠিত হওয়ার নানা ধরনের প্রতিকূলতা তুলে ধরেন।


টিআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি