ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিনিয়োগ বাড়াতে এনবিআরের সহায়তা চায় বেজা

প্রকাশিত : ১৫:৫৯, ১৬ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নীতি সহায়তা ছাড়া কোনও বিনিয়োগ উদ্যোগ সফল হবে না বলে মনে করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। তাই বিদেশি বিনিয়োগ বাড়াতে এনবিআর-এর নীতি-সহায়তা চাইলেন বেজার নির্বাহী চেয়ারম্যান।

সোমবার এনবিআর সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ সব কথা বলেন। সভায় বেজা ছাড়াও বেপজা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি এবং বিল্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

পবন চৌধুরী বলেন, বাংলাদেশে জাপানসহ বিভিন্ন দেশ বিনিয়োগে আসতে চায়। জাপানের মিৎসুবিশি, সুমিটুবো করপোরেশন, মারিবোসহ অসংখ্য কোম্পানি এরই মধ্যে বেজার আওতাধীন অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের বিষয়ে অনেক দূর এগিয়েছে। বাংলাদেশেরও কিছু বড় প্রতিষ্ঠান বিদেশে বিনিয়োগ সরিয়ে নিচ্ছে। এ দেশে কার্যক্রম পরিচালনাকারী কোম্পানিগুলো আইনের ফাঁক গলে বৈধ উপায়ে বেতন, লভ্যাংশ হিসেবে বিদেশে বিপুল পরিমাণ অর্থ নিয়ে যাচ্ছে। এখানে ৪০ শতাংশ করপোরেট কর আর অন্য দেশে যদি তা ১৭ শতাংশ হয়, তাহলে টাকা তো সেখানেই যাবে।

অন্যান্য দেশের চাইতে বাংলাদেশের করপোরেট করহার অনেক বেশি উল্লেখ করে বেজার নির্বাহী চেয়ারম্যান এনবিআরকে দূরদৃষ্টিসম্পন্ন নীতি গ্রহণ করার আহ্বান জানান।

তিনি বলেন, করপোরেট কর ব্যবধান কমানো হলে কোম্পানিগুলো পুঁজিবাজারে আসবে। আমাদেরকে হিউম্যান স্কিল বাড়ানো দরকার। দক্ষ জনবলের দরকার। বন্ড লাইসেন্স নিতে অনেক ভোগান্তি পোহাতে হয়। সে জন্য সামনে থেকে বন্ড লাইসেন্স অনলাইনে আবেদনের মাধ্যমে যেন করা যায়, সেটা চিন্তা করা দেখা দরকার। বন্ড লাইসেন্স ইস্যুসহ বন্ডিং কার্যক্রমে অটোমেশনের সুপারিশ করেন পবন চৌধুরী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি