ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নরসিংদীর দেশি কাপড়ের পাইকারি বাজারে ভিড় (ভিডিও)

প্রকাশিত : ১১:০৭, ২৩ মে ২০১৯ | আপডেট: ১১:১৩, ২৩ মে ২০১৯

Ekushey Television Ltd.

ক্রেতার ভিড়ে সরগরম দেশীয় কাপড়ের পাইকারী বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। রোজার আগে থেকেই এখানে কাপড় কিনতে আসছেন দেশের নানা প্রান্তের ব্যবসায়ীরা। এখানকার কাপড়ের গুণগত মান ভাল হওয়ার পাশাপাশি দামেও বেশ সাশ্রয়ী।

ঈদ উপলক্ষে শাড়ী, লুঙ্গি, থ্রি-পিস, শার্ট, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, থান কাপড়সহ দেশীয় তৈরি সব ধরনের কাপড়ের সমারোহ নরসিংদীর শেখেরচর-বাবুরহাটে।

দেশের কাপড় উৎপাদনকারী প্রায় সব শিল্প প্রতিষ্ঠানের নিজস্ব একাধিক শো-রুম রয়েছে বাবুরহাটে। যাকাতের কাপড়ের পাশাপাশি নতুন নতুন ডিজাইনের কাপড় সংগ্রহ করছেন ক্রেতারা।                

শেখেরচর-বাবুরহাটে দেশীয় কাপড়ের পাইকারী দোকানের সংখ্যা প্রায় সাড়ে ৫ হাজার। বছরের অন্যান্য সময় বেচাকেনা ভালো, তবে ঈদ উপলক্ষে বেচাকেনা বাড়ে দ্বিগুনেরও বেশি।

রোজার দুই সপ্তাহ আগে থেকেই জমে উঠেছে পাইকারি বেচাকেনা, চলবে ঈদের আগ পর্যন্ত। বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত বসে সাপ্তাহিক শেখেরচর বাবুরহাট।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি