ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কর্মশালা

প্রকাশিত : ২২:৩৯, ২৭ মে ২০১৯

কুমিল্লায় এজেন্ট ব্যাংকিং সম্পর্কিত ব্যাংক রিসোর্স ও এজেন্ট সচেতনতা সৃষ্টির লক্ষ্যে  (২৫ ও ২৭) মে একটি কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের জেনারেল ম্যানেজার আবুল বশর।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের জয়েন্ট ডিরেক্টর এ এইচ এম রফিকুল ইসলাম এবং ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. নাজমুল হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

২০১৮ সালে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং চালু করে। বর্তমানে ব্যাংকটি দেশের সব বিভাগে, ৯০টি আউটলেট খুলেছে। এজেন্ট ব্যাংকিং প্রবর্তনের সাথে সাথে দেশের প্রত্যন্ত এলাকার গ্রাহকরা সহজেই নানান ব্যাংকিং সেবা উপভোগ করতে পারছে। ব্র্যাক ব্যাংক দ্রুত সারাদেশে এজেন্ট ব্যাংকিং সেবা বিস্তৃত করতে চায় এবং বাংলাদেশে এজেন্ট ব্যাংকিংয়ের শীর্ষস্থান অর্জন করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ।

কেআই/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি