ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ইফতার মাহফিল

প্রকাশিত : ২৩:৫৪, ২৯ মে ২০১৯

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে গ্র্যান্ড হল কনভেনশন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রিমিয়ার ব্যাংক লি. এর নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক ও এসইভিপি শহীদ হাসান মল্লিকের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংক এর উপদেষ্টা মুহাম্মদ আলী।

এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে নারায়ণগঞ্জের গ্রাহকবৃন্দ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংক এর উপদেষ্টা মুহাম্মদ আলী বলেন,“আমাদের ব্যাংক সব নিয়ন্ত্রক সংস্থার নিয়মকানুন যথাযথ পরিপালন করে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে”। প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সেবার মানসিকতা নিয়ে উন্নত গ্রাহকসেবা প্রদান করতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

সভাপতির বক্তব্যে প্রিমিয়ার ব্যাংক-এর নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক ও এসইভিপি শহীদ হাসান মল্লিক প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ৫ম সেরা ব্যাংক নির্বাচিত হওয়ায় গ্রাহকদের শুভেচ্ছা জানান। এছাড়াও তিনি ব্যবসায়ীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের অভিপ্রায় ব্যক্ত করেন।

কেআই/

 

        


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি