ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফেসবুক লাইভে আসছেন হুয়াওয়ের সিইও রেন ঝেংফেই

প্রকাশিত : ১৮:৩৭, ১৬ জুন ২০১৯

হুয়াওয়ে নিয়ে চলমান সংকটের বিষয়ে সরাসরি কথা বলতে ফেসবুক লাইভে আসছেন বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেন ঝেংফেই। বিশ্বের বিখ্যাত দুই জন বিশেষজ্ঞের সঙ্গে প্রায় পৌনে দুই ঘণ্টা ধরে ওই লাইভ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

যেখানে এসব চিন্তাবিদের করা বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দেবেন তিনি। তারা হলেন, এমআইটি মিডিয়া ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অধ্যাপক নিকোলাস নিগ্রোপন্থে এবং লেখক ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট জর্জ গিলডার।

আগামী ১৭ জুন দুপুর ১২টায় চীনের শেনঝেনে হুয়াওয়ের প্রধান কার্যালয়ে এই ফেসবুক লাইভ অনুষ্ঠানটি শুরু হবে। অনুষ্ঠানে রেন ঝেংফেই হুয়াওয়ের বিষয়ে বিভিন্ন ভুল ধারণার বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দেবেন এবং বিশ্ববাসীর কাছে নিজের মতামত তুলে ধরবেন।

হুয়াওয়ে বাংলাদেশ ফেসবুক পেজ (https://www.facebook.com/HuaweiTechBD/) এবং হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের পেজ থেকে আগামীকাল দুপুর ১২টায় এই লাইভ অনুষ্ঠানটি সবাই দেখতে পারবেন।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি