ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ফতুল্লায় এসআইবিএলের বুথ উদ্বোধন

প্রকাশিত : ১৮:২৪, ২০ জুন ২০১৯

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)-এর ফতুল্লা শাখা কর্তৃক পরিচালিত নারায়ণগঞ্জের ফতুল্লায় “শিয়াচর ব্যাংকিং বুথ”-এর উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ জুন)সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকিং বুথের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব গিয়াস উদ্দীন। এ সময় অন্যান্যের মাঝে বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোসলেহ উদ্দীন,সোশ্যাল ইসলামী ব্যাংকের এসভিপি ও ব্র্যাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান মো: আব্দুল মোতালেব,নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মাছুম ইকবাল, ফতুল্লা শাখার ব্যবস্থাপক মোঃ মোয়াজজেম হোসেন সহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং ফতুল্লা শাখার সম্মানিত গ্রাহকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি