ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোনা বৈধ করার সময় বাড়ানোর সুযোগ নেই:এনবিআর

প্রকাশিত : ২৩:৫৬, ২৩ জুন ২০১৯

Ekushey Television Ltd.

অবৈধ সোনা বৈধ করার জন্য যে সময় বেধে দেওয়া হয়েছে, এ সময়ের মধ্যে না করলে নতুন করে সময় বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

রোববার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তিন দিনব্যাপী স্বর্ণকর মেলার উদ্বোধনকালে তিনি একথা বলেন।

এনবিআর’র দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকা ছাড়াও বিভাগীয় শরহগুলোতে প্রতি ভরি স্বর্ণের জন্য এক হাজার টাকা, প্রতি ক্যারেট হীরার জন্য ছয় হাজার টাকা এবং প্রতি ভরি রুপার জন্য ৫০ টাকা দিলে মিলবে বৈধতা। 

তবে ব্যবসায়ীরা সময় বাড়ানোর অনুরোধ জানালে তা নাকচ করে দেন এনবিআর চেয়ারম্যান। বলেন, আগামী ৩০ জুন পর্যন্তই এ সময় থাকবে। বাড়ানোর কোন সুযোগ নেই।

এদিকে, এ মেলায় সারাদেশব্যাপী প্রায় চার’শ কোটি টকার অপ্রদির্শত সোনা, হীরা ও রুপা ঘোষণার মাধ্যমে বৈধ হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

নীতিমালা না থাকায় এতোদিন কার কাছে কি পরিমাণ সোনা আছে তা জানা ছিলনা সরকারের। এসব সোনা হিসাবের আওতায় আনতে এ মেলার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড। 

তিন দিনব্যাপী এ মেলার প্রথম দিনে ২৪ কোটি টাকার সোনা বৈধ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

আই/কেআই

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি