ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

পুঁজিবাজারে সূচক বেড়েছে, কমেছে লেনদেন

প্রকাশিত : ১৮:০৭, ২৬ জুন ২০১৯

সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারে লেনদেন। সাথে বেড়েছে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর। তবে কমেছে উভয় বাজারে লেনদেনের পরিমাণ। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪১ ও ১৯১১ পয়েন্টে।

ডিএসইতে ৪৩১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২২ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৫৩ কোটি টাকার।

লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানির মধ্যে ১৭৩টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১২৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির দাম।

টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠান হলো- ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল পলিমার, জেএমআই সিরিঞ্জ, স্কয়ার ফার্মা, ফরচুন সুজ, মুন্নু সিরামিক, রানার অটোমোবাইলস, বিবিএস কেবলস, বঙ্গজ এবং সিনোবাংলা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৬০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৯টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।

এ বাজারে এদিন ৩৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫৬ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৯৬ কোটি ৩০ লাখ টাকা।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি