ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স গ্রাহকদের জন্য গেটওয়ে

প্রকাশিত : ২২:৩৫, ২৬ জুন ২০১৯ | আপডেট: ২২:৩৬, ২৬ জুন ২০১৯

Ekushey Television Ltd.

অনলাইন পেমেন্ট গেটওয়ে বিষয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স গ্রাহকরা ব্র্যাক ব্যাংক পেমেন্ট গেটওয়ের মাধ্যমে যে কোন ভিসা বা মাস্টারকার্ড ব্যবহার পলিসি ফি পরিশোধ করতে পারবেন।

বুধবার ব্র্যাক ব্যাংকের প্রধান র্কাযালয়ে ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম এবং গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেডের সিও শামীম আহমদে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থতি ছিলেন ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ও ই -কর্মাস বিভাগের প্রধান সিরাজ সিদ্দিকী (শাকিল), জ্যেষ্ঠ ব্যবস্থাপক সুলতান মাহমুদ সরকার, সহযোগী ব্যবস্থাপক আতাউল কাইয়ুম চৌধুরী, স্পেশালিস্ট ইমতিয়াজ খান, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেডের সিইও এম এম মনিরুল আলম, আহমেদ ইশতিয়াক মাহমুদ, ফিন্যান্স ও অ্যাকাউন্টস বিভাগের প্রধান মাজেদুর রশিদ চৌধুরী, আইটি বিভাগের প্রধান আবুল কালাম আজাদ প্রমুখ।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি