ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

গভর্নর ফজলে কবিরের ৬৫তম জন্মদিন

প্রকাশিত : ১৯:২৫, ৪ জুলাই ২০১৯ | আপডেট: ১৯:৪০, ৪ জুলাই ২০১৯

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের ৬৫তম জন্মদিন আজ বৃহস্পতিবার। ১৯৫৫ সালের ৪ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। ফজলে কবিরের পৈত্রিক বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার হাসাইল গ্রামে।

গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি রাষ্ট্রায়াত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এর আগে অর্থসচিব ও রেলপথ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে তিনি চার বছরের জন্য ব্যাংলাদেশ ব্যাংকে গভর্নর হিসেবে নিয়োগ লাভ করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ফজলে কবিরের কর্মজীবন শুরু হয় ১৯৮০ রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট হিসেবে। এর তিন বছরের মাথায় প্রশাসনে যোগ দেন তিনি।

২০১২ সালে অর্থ সচিবের দায়িত্বে আসার আগে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদেও ছিলেন তিনি।

এছাড়াও ফজলে কবির শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

৩৪ বছরের দীর্ঘ চাকরি জীবনে ফজলে কবির বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ ও মাঠপর্যায়ে কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৮ সালে জাতিসংঘের ফিন্যান্স এবং বাজেট কমিটি অধিবেশনে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

গভর্নর ফজলে কবিরের স্ত্রী মাহমুদা শারমিন বেনু জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি