ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে ‘জল সবুজে আঁকা, প্রিয় শহর ঢাকা’ ক্যাম্পেইন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ১৮ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক প্রাণঘাতী রোগ থেকে এ প্রিয় ঢাকা শহরের জনসাধারণকে রক্ষার জন্য ‘জল সবুজে আঁকা, প্রিয় শহর ঢাকা’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুলাই) এসিআই ওয়াটার পাম্প ও ইয়ামাহা রাইডার ক্লাবের যৌথ উদ্যোগে রাজধানীর উত্তরা, মিরপুর ও বনশ্রী এলাকায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বর্তমানে ঢাকা শহরে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ ব্যাপক হারে বেড়েছে। জমে থাকা পানিতে রোগ বিস্তারকারী মশা বংশবৃদ্ধি করে চারদিকে ছড়িয়ে দিচ্ছে ভয়ঙ্কর সব অসুখ।

ইয়ামাহা রাইডার ক্লাব, তরুণদের গ্রুপ যারা সচেতনতামূলক সক্রিয় কর্মকাণ্ডে বিশ্বাসী। তারা এগিয়ে এসেছে এ প্রাণঘাতী সমস্যার সমাধানে। এসিআই ওয়াটার পাম্পের উদ্যোগে এ স্বপ্নবাজ তরুণরা ঢাকা শহরের অলিতে-গলিতে, আনাচে-কানাচে জমে থাকা ময়লা পানি নিষ্কাশন করে মশার বংশবৃদ্ধি বিস্তারে প্রতিরোধ গড়ে তুলছে। স্বপ্ন দেখছে এক পরিচ্ছন্ন ও সুন্দর ঢাকা শহরের।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি