ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মশার ভয়ে কার্যালয় ছাড়লেন অর্থমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৪, ১৮ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

মশার কামড়ের ভয়ে আগারগাঁওয়ের কার্যালয়ে যেতে ভয় পাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এখন থেকে সচিবালয়ে অফিস করবেন বলেও জানান তিনি। এর আগেও চিকুনগুনিয়া ও ডেঙ্গু জ্বরে ভুগেছেন তিনি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী জানান, চিকুনগুনিয়া ও আরেকবার ডেঙ্গু জ্বরে ভোগার পর থেকে মশার ভয়ে আগারগাঁওয়ে তার কার্যালয়ে যেতে চাচ্ছেন না। তিনি বলেন, ‘ওখানে বেশি মশা। এ পর্যন্ত দুইবার কামড় দিয়েছে, একবার চিকুনগুনিয়া ও আবার ডেঙ্গু… এটা কি কথা হলো নাকি?’

সচিবালয়ে অফিস করবেন কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন,‘অফিস এখন দুই জায়গায় করব (পরিকল্পনা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়)। কিন্তু ওখানে বেশি মশা। আমি আর ভয়ে ওখানে যাচ্ছি না। এখানে আসতে দুই ঘণ্টা লেগেছে আজ।’

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমি অসুস্থ ছিলাম। এটা সংসদে নিজেই ঘোষণা দিয়েছি। সে অসুখ এখন আর নেই। চোখে যে সমস্যা ছিল, সেটাও চলে গেছে। এখন চশমা ব্যবহার করি। যদিও চশমা লাগে না, তবুও ডাক্তার ব্যবহার করতে বলেছেন।’

বাজেট পেশের দুই দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন অর্থমন্ত্রী। ১৩ জুন তিনি বাজেট উপস্থাপন শুরু করলেও শেষ করতে পারেননি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পক্ষে বাজেট উপস্থাপন করেন।


 টিআর/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি