ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মাতৃভাষা দিবস স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনর্নির্ধারণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৪, ২৬ আগস্ট ২০১৯ | আপডেট: ১৮:০৫, ২৬ আগস্ট ২০১৯

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক মুদ্রিত স্বর্ণ স্মারক মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

২২ ক্যারেট স্বর্ণে প্রস্তুত ১০ গ্রাম ওজনের প্রতিটি স্মারক মুদ্রার মূল্য ৪৫ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা এবং দু’টির মূল্য ৯০ হাজার টাকার পরিবর্তে এক লাখ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে। 

সবশেষ ২০১৬ সালের ৩১ মার্চ প্রতিটি স্বর্ণমুদ্রার মূল্য ৪৫ হাজার টাকা নির্ধারণ করা হয়। ওই সময়ের তুলনায় বর্তমান বাজারে স্বর্ণের মূল্য বেশি হওয়ায় প্রতিটি স্বর্ণমুদ্রার মূল্য ৫০ হাজার টাকায় পুনর্নির্ধারণ করা হলো। 

সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের মহাব্যবস্থাপক সাঈদা খানম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। 

আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি