ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

‘বিসিবিএল ডিজিটাল ব্লাড ব্যাংক’ উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ২৮ আগস্ট ২০১৯

ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের ‘বিসিবিএল ডিজিটাল ব্লাড ব্যাংক’ এর উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি বিসিবিএল ম্যাজেস্ট্রিক হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড এর সভাপতি মো. আবু জাফর সামছুদ্দিন, সাধারণ সম্পাদক মো. রাশেদ আকতার, নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং ক্লাব সদস্যবৃন্দ।

এখন থেকে ‘বিসিবিএল ডিজিটাল ব্লাড ব্যাংক’ এর হেল্প লাইন নম্বরে ০১৯৪০৫০০৫০০ ফোন করে দেশের যেকোন প্রান্ত থেকে যেকোন ব্যক্তি তার প্রয়োজনীয় রক্ত প্রাপ্যতার ভিত্তিতে সংগ্রহ করতে পারবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি