ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

জামালপুরে বন্যাদুর্গতদেরকে এনআরবিসি ব্যাংকের ত্রাণ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৭, ২৯ আগস্ট ২০১৯

এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (এনআরবিসি ব্যাংক) জামালপুরের মাদারগঞ্জে বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে। সম্প্রতি মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন। 

ব্যাংকের পক্ষে সাসটেইনএবল ফাইন্যান্স ইউনিটের মোহাম্মদ সাইফুল ইসলাম ও এসএমই এন্ড এগ্রিকালচার ক্রেডিট ইউনিট এর মো. হারুনুর রশিদ, ব্যাংকের মাদারগঞ্জ শাখার ব্যবস্থাপক মেহেদী হাসান দুইদিনব্যাপী এই ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন। 

উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক তার কর্পোরেট দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় মাদারগঞ্জের সাতটি  ইউনিয়ন এবং একটি পৌরসভার ১৩শ জন বন্যাদুর্গত এর মাঝে চাল, ডাল, সয়াবিন তেল, লবণ  চিনি ও শুকনো খাবার বিতরণ করে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি