ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সোশ্যাল ইসলামী ব্যাংকের ডেঙ্গু প্রতিরোধে ফ্রি মেডিকেল ক্যাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ৫ সেপ্টেম্বর ২০১৯

সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এর বসিলা রোড শাখার উদ্যোগে দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ৫ সেপ্টেম্বর ২০১৯ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে এ সময় এসআইবিএলের মার্কেটিং ইউনিটের প্রধান ও এসভিপি মোহাম্মদ ইলিয়াস খান, বসিলা রোড শাখার ব্যবস্থাপক ও এসএভিপি মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির সভাপতি আবুল হোসেন মজুমদার, বসিলা সিটি ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান এম.এ. সালেক সহ ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং বসিলা রোড শাখার সম্মানিত গ্রাহকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এসআইবিএলের মেডিকেল অফিসার ডা: ক্যাপ্টেন (অব.) যুবায়ের মাহমুদ এর তত্ত্বাবধায়নে পরিচালিত এই ক্যাম্পে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ঔষধ ও মশারি বিতরণ করা হয়।

আরকে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি