ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মাদারীপুরে এনআরবি গ্লোবালের ইসলামীক ব্যাংকিং শাখা উদ্বোধন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৫, ৮ সেপ্টেম্বর ২০১৯

আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ৮ সেপ্টেম্বর, মাদারীপুরের পাঁচ্চরে এনআরবি গ্লোবাল ব্যাংকের ইসলামীক ব্যাংকিং শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী।এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শাখা ব্যবস্থাপকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথি ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন। 

এনআরবি গ্লোবাল ব্যাংক এবছর ৫টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখা চালু করবে এবং চলমান শাখাগুলোর মধ্যে থেকে ১৫টি শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডো চালুর মাধ্যমে কনভেনশনাল ব্যাংকিং এর পাশাপাশি ইসলামীক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশের বাইরে তাঁর স্বকিয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।  
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি