ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

ঢাকা ওয়াসার বিল সংগ্রহে প্রথম স্থান অধিকার করল এফএসআইবিএল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ১৫ সেপ্টেম্বর ২০১৯

ঢাকা ওয়াসার বিল সংগ্রহকারী ৩৩টি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ বিল সংগ্রহ করে ২০১৮-১৯ অর্থ-বছরে প্রথম স্থান অধিকার করল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (এফএসআইবিএল)।

এ উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এফএসআইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলীর নিকট পুরস্কারের সনদ ও ক্রেস্ট হস্তান্তর করেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম, এম.পি।

এ সময় বিশেষ অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হেলাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খান।

প্রসঙ্গত, এফএসআইবিএল এর যে কোনও শাখায়, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফার্স্টপে শিওরক্যাশ ও মোবাইল এ্যাপস ‘এফএসআইবিএল ক্লাউড’- এই তিন মাধ্যমেই তাৎক্ষণিকভাবে ঢাকা ওয়াসার বিল জমা দেয়া যায়। বিজ্ঞপ্তি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি