ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ঢাকা ওয়াসার সেরা বিল সংগ্রহকারী এক্সিম ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪২, ১৫ সেপ্টেম্বর ২০১৯

ঢাকা ওয়াসার বিল সংগ্রহকারী ৩৩টি ব্যাংকের মধ্যে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ‘সেরা বিল সংগ্রহকারী’ সনদ পেয়েছে এক্সিম ব্যাংক। এ উপলক্ষে সম্প্রতি (১৪ সেপ্টেম্বর ২০১৯) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলামের হাত থেকে এই সনদ গ্রহণ করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হেলাল উদ্দিন আহমেদ এবং সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খান। 

উল্লেখ্য, এক্সিম ব্যাংকের শতভাগ অনলাইন সুবিধাসমৃদ্ধ শাখাগুলোর মাধ্যমে ঢাকা ওয়াসার বিল সংগ্রহ করার লক্ষে ২০১৮ সালের জানুয়ারিতে চুক্তি সম্পাদিত হয়।

আরকে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি