ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

পাবনায় ইসলামী ব্যাংকের আলোচনা সভা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪০, ২২ অক্টোবর ২০১৯

ইসলামী ব্যাংক রাজশাহী জোনের উদ্যোগে পাবনা জেলা শাখাসমূহের পল্লী উন্নয়ন প্রকল্পের নতুন সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গত শনিবার (১৯ অক্টোবর) পাবনা শাখা প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোন প্রধান মো. কাওছার উল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম জুবায়ের আযম হেলালী, পাবনা পৌরসভার প্যানেল মেয়র তমা ইসলাম পুস্প ও পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শিবজিত নাগ। 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পাবনা শাখা প্রধান মো. খলিলুর রহমান, ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল মালেক, পল্লী উন্নয়ন প্রকল্পের সফল গ্রাহক মোছা. ফজিলা খাতুন, ময়না খাতুন ও মোছা. মরিয়ম খাতুন।  

আই/এসি
    


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি