ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সাউথ বাংলা ব্যাংকে ডিপিডিসির বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৯, ২৫ নভেম্বর ২০১৯

বিদ্যুৎ বিল আদায়ের লক্ষ্যে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সঙ্গে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মধ্যকার এক চুক্তি স্বাক্ষর সোমবার ডিপিডিসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাউথ বাংলা এগ্রিকালচাল অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশিদ মোল্লা, ডিপিডিসির নির্বাহী পরিচালক (এইচআর) জয়ন্ত কুমার শিকদার, নির্বাহী পরিচালক (ফিন্যান্স) মোঃ গোলাম মোস্তফা, নির্বাহী পরিচালক (অপারেশন্স) এটিএম হারুন অর রশিদ, নির্বাহী পরিচালক (আইসিটি অ্যান্ড প্রকিউরমেন্ট) এএসএম শহিদুল ইসলাম, সাউথ বাংলা ব্যাংকের হেড অব বিওডি আবু বায়জিদ শেখ, হেড অব কার্ড মোহাম্মদ শফিউল আজম, শিবুমার্কেট শাখার ব্যবস্থাপক কে এম শামসুল বারী প্রমুখ। 

সাউথ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক এবং ডিপিডিসির কোম্পানি সেক্রেটারি মোঃ আসাদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির মাধ্যমে ঢাকার বৃহত্তম বিদ্যুৎ বিল বিতরণ কোম্পানি ডিপিডিসির প্রায় ১৩ লাখ গ্রাহক সাউথ বাংলা ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। 

অনুষ্ঠানে বক্তরা বলেন, জনগণকে সেবা দেওয়ার মধ্যে আনন্দ রয়েছে; ডিপিডিসি ও ব্যাংকের মূল কাজও গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করা। উভয় প্রতিষ্ঠানের লক্ষ্য হলো, নতুনত্ব পদ্ধতিতে সেবার মান উন্নত করা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক বলেন, চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে প্রথম দিন থেকেই এসবিএসি ব্যাংক ব্যবহার করে আসছে বিশ্বমানের প্রযুক্তি। 

আমাদের রয়েছে রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধাসহ এটিএম, ইএমভি চিপসংযুক্ত ডেবিট কার্ড, লোকাল ও ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, ই-কমার্স সুবিধা। ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, ট্রান্সজেকশন অ্যালার্টসহ রয়েছে আমদানি-রফতানির সকল সুবিধা। অর্থ স্থানান্তর, যেকোনো কেনাকাটা, ইউটিলিটি বিল পরিশোধসহ বিকাশে সহজে টাকা পাঠাতে আমরা মোবাইল ওয়ালেট সার্ভিস ‘বাংলাপে’ চালু করেছি। যা লেনদেন ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত ও প্রশংসিত হয়েছে। তিনি বলেন, আমরা মুনাফার পিছনে না ছুটে কোয়ালিলিটিভ অ্যাসেট গড়ে তোলার চেষ্টা করছি। আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে ব্যাংক কাজ করছে। আমরা শুধু চুক্তি করে বসে থাকবো না, কিভাবে তা যথাযথ বাস্তবায়ন করা যায়, সে ব্যাপারেও সচেষ্ট থাকবো।  

এসময়ে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান এসবিএসি ব্যাংকের ‘বাংলাপে’র মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ সুযোগ গ্রাহকদের দেওয়া যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি