ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এসআইবিএল এজেন্ট ব্যাংকিং কনফারেন্স- ২০১৯ অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ১ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এজেন্ট প্রতিনিধিদের অংশগ্রহণে এসআইবিএল এজেন্ট ব্যাংকিং কনফারেন্স- ২০১৯ আয়োজন করে। ৩০ নভেম্বর ২০১৯ রাজধানীর পূর্বাণী হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আনোয়ারুল ইসলাম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। অনুষ্ঠানে সোশ্যাল ইসলামী ব্যাংকের অতিরিক্তি ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, উপ-ব্যবস্থাপনা পচিালক মোঃ সিরাজুল হক, এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি আব্দুল হান্নান খান, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের যুগ্মপরিচালক এ এইচ এম রফিকুল ইসলাম এবং এসআইবিএল-এর উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। 

দেশব্যাপী বিস্তৃত ব্যাংকের ১০৯টি এজেন্ট আউটলেটের প্রতিনিধিগণ এ সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে এজেন্ট ব্যাংকিং এর গুরুত্ব তুলে ধরে নানা দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয় এবং ই-কেওয়াইসি চালু করা হলে এজেন্ট ব্যাংকিং সেবা আরো সহজ হবে বলে সকলে প্রত্যাশা করেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি