রোটারি ইন্টারন্যাশনালের টিআরএফ সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত : ১৫:২১, ৭ ডিসেম্বর ২০১৯
রোটারি ইন্টারন্যাশনালের মাল্টি ডিস্ট্রিক্ট টিআরএফ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ঢাকায় একটি পাঁচ তারকা হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
শিরিন বনের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি ছিলেন টিআরএফ চেয়ারম্যান সিকে হুয়াং। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গভর্ণর খায়রুল আলম, আতাউর রহমান পীর, গভর্ণর (নির্বাচিত) মো. রুবাইয়াত হোসেন, ড. বেলাল উদ্দিন আহমেদ, গভর্ণর (নমিনি) মুতাসিম বিল্লাহ ফারুকী, আবু ফয়েজ খান চৌধুরী, পিডিজি ড. মীর আনিসুজ্জামান প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বের সর্ববৃহৎ মানবিক সংগঠন রোটারি টিআরএফ এর মাধ্যমে অবহেলিত মানুষের জন্য বিভিন্ন খাতে সেবা প্রদান করে হচ্ছে।
বিশ্বকে পোলিও মুক্ত করার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার সামাজিক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল। পোলিও ছাড়াও সারাবিশ্বে আর্ত মানবতার সেবায় গত ১১৪ বছর যাবত অসংখ্য কাজ করছে রোটারি। মাত্র ২৬.৫০ ডলার পুঁজি নিয়ে ‘রোটারি ফাউন্ডেশন’ অব রোটারি ইন্টারন্যাশনালের যাত্রা শুরু। আজ এ ফাউন্ডেশন ১.৩ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে বিশ্বের বৃহত্তম অলাভজনক সেবা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই অর্থ মূলত সারা বিশ্বের ১২ লাখের বেশি রোটারিয়ানের নিঃস্বার্থ দান লব্ধ। এছাড়া পোলিও নিরাময়ে এর সাফল্যে উদ্বুদ্ধ হয়ে বিল অ্যান্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশন এ যাবৎ প্রায় ৬৫০ মিলিয়ন ডলার রোটারি ফাউন্ডেশনে দান করেছে। -বিজ্ঞপ্তি।
এমএস/
আরও পড়ুন