ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিয়ানীবাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আউটলেট চালু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ৯ ডিসেম্বর ২০১৯

সিলেটের বিয়ানীবাজার উপজেলার খশির আব্দুল্লাহপুর বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু হয়েছে। 

রোববার (৮ ডিসেম্বর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী এ এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, সিলেটের আঞ্চলিক প্রধান কাজী মোতাহের হোসেন, অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান মো. আলী নাহিদ খান ও ভিপি মো. ফরিদুর রহমান জালাল। 

এছাড়াও বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক তানভীর হোসেন চৌধুরী, ৫নং কুরার বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এ.এফ.এম আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী মো. গোলাম আজম তালুকদার, সিলেট পল্লী বিদ্যুত সমিতির পরিচালক, মো. হানিফ আহমেদ এবং এজেন্ট মেসার্স মারিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। 

পরে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

এআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি