ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাজারে আসছে নতুন রঙের ৫০ টাকার নোট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৩, ১২ ডিসেম্বর ২০১৯

নতুন রঙের ৫০ টাকার নোট বাজারে আসছে। আগামী ১৫ ডিসেম্বর থেকে বাজারে পাওয়া যাবে এ নোটটি। বর্তমানে বাজারে থাকা ১০ ও ৫০ টাকার নোটের রঙ কাছাকাছি হওয়ায় নতুন এ নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তবে বাজারে অবস্থিত ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বাজারে চালু থাকবে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নতুন রঙে মুদ্রিত ৫০ টাকার ব্যাংক নোটের ছবি গণমাধ্যমে সরবরাহ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, নতুন নোটটি দেখতে প্রায়ই আগের নোটের মতো। তবে আগের নোটের চেয়ে সামান্য লালচে রঙয়ের। 

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে,  লালচে কমলা রঙে বঙ্গবন্ধুর ছবি ও গর্ভনর ফজলে কবিরের সই করা ৫০ টাকার নতুন এই নোট ১৫ ডিসেম্বর থেকে পাওয়া যাবে। ওই দিন বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ৫০ টাকার নতুন নোট ইস্যু করা হবে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি