ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ইসলামী ব্যাংকের শিক্ষা বৃত্তিপ্রদান অনুষ্ঠান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৪, ২৪ ডিসেম্বর ২০১৯

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এ চাকুরিকালীন পরলোকগত কর্মকর্তা কর্মচারীগণের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২৩ ডিসেম্বর সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। 
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. সালেহ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মো. ইয়াহিয়া, তাহের আহমেদ চৌধুরী, হাসনে আলম, মো. আব্দুল জব্বার ও মো. ওমর ফারুক খান। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন.এস.এম. রেজাউর রহমান। প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহী, পরলোকগত কর্মকর্তা কর্মচারীদের সহধর্মিনী ও সন্তানগণ এ সময় উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির ভাষণে মো. মাহবুব উল আলম বলেন, ইসলামী ব্যাংক শরী‘আহ্ভিত্তিক ব্যাংক। শরী‘আহর মুলকথা হলো মানুষের কল্যাণে কাজ করা। ইসলামী ব্যাংক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে কল্যাণের প্রসার ও টেকসই উন্নয়নে অবদান রাখছে। এই ব্যাংক বিশ্বব্যাপী সুনাম ও স্বীকৃতি অর্জন করে চলেছে। 

তিনি বলেন, এই ব্যাংকের পরলোকগত কর্মকর্তারা কল্যাণমূখী ব্যাংকের বীজ বপন করে জাতীয় উন্নয়নে অবদান রেখেছে। তিনি বলেন, প্রযুক্তিসমৃদ্ধ কর্মমুখী শিক্ষালাভের মাধ্যমে নিজেদের উদ্ভাবন ও সৃষ্টিশীলতাকে কাজে লাগিয়ে আত্মউন্নয়ন করে দেশ ও জাতিকে এগিয়ে নেয়ার জন্যে তরুণদের আত্মনিয়োগ করতে হবে।

কেআই/এসি
  

 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি