ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৩, ২৫ ডিসেম্বর ২০১৯

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (প্রাক্তন- আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫শে ডিসেম্বর) রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ এর সম্মেলন কক্ষে এই বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী। এতে বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী, সহকারী পরিচালক ডাঃ কাজী রফিকুল আলম, চীফ ফিন্যান্সিয়াল অফিসার বৈদ্যনাথ সাহা এসিএ, হেড অব একাউন্টস আনন্দ কুমার সাহা, ম্যানেজার সাহেদা খাতুন ও পরিচালক- অভিজিৎ ভট্টাচার্য্য, এফসিএ। 

উক্ত সম্মেলনে এ বছরকে আরো অর্থবহ করার কথা বলা হয় এবং ২০২০ সালকে ‘ইয়ার অব দ্যা বেস্ট’ ঘোষনা করা হয়। এছাড়াও রোগীদের আরো উন্নত ও দ্রুত চিকিৎসা দেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে।

সম্মেলনে ঘোষণা দেওয়া হয়- এ বছরই ৫০০ শয্যার আধুনিক বিশেষায়িত হাসপাতালের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন হসপিটাল ডেভেলপমেন্ট ম্যানেজার এ কে এম সাহেদ হোসেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি