ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রিহ্যাবের উদ্যোগে ৫ হাজার কম্বল বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ৪ জানুয়ারি ২০২০

শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নির্মাণ শ্রমিকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ শুরু করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। 

বাংলাদেশে প্রতি বছরই শীতকালে দরিদ্র জনগণ শীতের বিরুদ্ধে লড়াই করে। রিহ্যাব দরিদ্র সেইসব মানুষদের শীতের তীব্রতা থেকে রক্ষা করার প্রয়াস হিসেবে প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করে থাকে। এরই ধারাবাহিকতায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস নিয়ে শীতার্ত মানুষের মধ্যে ৫ হাজার কম্বল বিতরণ করা হচ্ছে। কম্বলগুলো বিরতণ করা হচ্ছে রিহ্যাব সদস্য প্রতিষ্ঠান সমূহের মাধ্যমে নির্মাণ শ্রমিকদের মাঝে। 

কম্বল বিতরণ সম্পর্কে রিহ্যাব এর প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) বলেন, “আমাদের এই কর্মসূচীর মূল উদ্দেশ্য হলো সমাজের শীতার্ত ও দরিদ্র জনগোষ্ঠীর দুর্ভোগ হ্রাস করা। আমরা প্রতিবছরই সাধারণ জনগোষ্ঠির লোকজনদের মাঝে এই কর্মসূচী সীমাবদ্ধ রাখতাম। এবছর আমারা আমাদের রিহ্যাব সদস্য প্রতিষ্ঠান সমূহে যেসব নির্মাণ শ্রমিক কাজ করে তাদের মাঝে এই কম্বল বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছি।” 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি