ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ১.৯ শতাংশ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৮, ১৩ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৪:২৩, ১৩ জানুয়ারি ২০২০

বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম- সংগৃহীত

বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম- সংগৃহীত

বিশ্ববাজারে তেলের দাম বেড়েই চলছে। এর মধ্যে মাত্র বিশ দিনের ব্যবধানে ফের বেড়েছে সোনার দাম। সোনার প্রতি আউন্স বিক্রি হচ্ছে ১ হাজার ৬০৩ দশমিক দুই এক ডলারে। বিশ্ববাজারে দিনের ব্যবধানে সোনার দাম বেড়েছে ১ দশমিক ৯ শতাংশ। 

২০১৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে এ পণ্যটি। ইরান-যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের প্রেক্ষিতে সোনার দাম বাড়ছে। পাশাপাশি বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বলে মনে করছেন বিশ্লেষকরা। 

গত ৩ জানুয়ারি মার্কিন হামলায় ইরানি কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সোলেমানির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্ববাজারে বেড়েই চলেছে তেলের দাম। ইরান-আমেরিকা উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যে যে কোনো সংঘাত বাজারে তেলের সরবরাহ বাধাগ্রস্ত করবে এমন শঙ্কা ছড়িয়ে পড়েছে।

আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সোনা ও তেলের বাজারমূল্য আরও বাড়তে পারে। 

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি