ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অর্থমন্ত্রীকে সংবর্ধনা দিলো বিএবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৮, ১৪ জানুয়ারি ২০২০ | আপডেট: ০৯:৫৭, ১৫ জানুয়ারি ২০২০

২০২০ সালের জন্য বিশ্বের সেরা অর্থমন্ত্রী হিসেবে আ.হ.ম মুস্তফা কামালকে স্বীকৃতি দেওয়ায় তাঁকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। এ উপলক্ষে সোমবার (১৩ জানুয়ারি) বিএবি কার্যালয়ে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বিএবি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, ইআরডির সচিব মনোয়ার আহমেদসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক ফিন্যানশিয়াল টাইমসের মাসিক সাময়িকী ‘দ্য ব্যাংকার’ বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে সম্প্রতি ‘ফিন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার ফর এশিয়া-প্যাসিফিক অ্যান্ড গ্লোবাল অ্যাওয়ার্ড ২০২০’ হিসেবে স্বীকৃতি প্রদান করে। তিনিই বাংলাদেশ থেকে প্রথম এই সম্মান লাভ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ, ব্যাংক এশিয়ার চেয়ারম্যান এ রউফ চৌধুরী, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ড. এইচ বি এম ইকবাল, জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ প্রমুখ।

কেআই/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি